শুভ পহেলা বৈশাখ!
নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আর আনন্দের অনাবিল ধারা।
আসুন, আমরা সবাই মিলে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় একসাথে উদযাপন করি এই আনন্দময় দিনটিকে।
“এসো হে বৈশাখ, এসো এসো!”
শুভেচ্ছান্তে,
মোঃ হুমায়ুন কবির bnbg.org
প্রধান নির্বাহী, ওয়ালেটমিক্স লিমিটেড
প্রধান নির্বাহী, ভেন্টো রেসিডেন্স
ভাইস প্রেসিডেন্ট, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াব
সাধারণ সম্পাদক, উত্তরা ১৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতি,
পরিচালক, ওয়ালেট্মিক্স এগ্রো এন্ড ফিশারিস
সাধারণ পরিষদ সদস্য, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
কার্যনির্বাহী সদস্য, ফিসারী প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (এফপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়
পরিচালক, এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ (এআইএসসি)