চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সক্ষমতা বাড়াতে উত্তর হালিশহরের আনন্দবাজার এলাকায় নির্মিত হতে যাচ্ছে নতুন বে-টার্মিনাল। প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে এ মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক ব্রেকওয়াটার, নেভিগেশন চ্যানেল, সড়ক ও রেলসংযোগ, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ প্রয়োজনীয় অবকাঠামো। বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করবে প্রায় ১০ হাজার ২৭২ কোটি টাকা, আর বাংলাদেশ সরকার দিচ্ছে ৪ হাজার ৬৩৭ কোটি টাকা। প্রকল্পটি ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ২০৩১ সালের জুনে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বে-টার্মিনাল এলাকায় মোট চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (PPP)। তৃতীয় টার্মিনালটি যৌথভাবে নির্মাণ করবে আবুধাবি পোর্টস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চতুর্থটি বাস্তবায়ন করবে দেশের ইস্ট কোস্ট গ্রুপ।
প্রকল্পের জন্য মোট ৯০৭ একর জমি অধিগ্রহণ করতে হবে, যার মধ্যে অধিকাংশই খাস জমি। ভূমি অধিগ্রহণ ও ব্যয় বিবেচনায় প্রায় ৭ হাজার কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।
বে-টার্মিনাল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশের রপ্তানি ও আমদানি বাণিজ্যে অভাবনীয় গতি আনবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
সংবাদদাতা
চট্টগ্রাম
(আপডেট: এপ্রিল ১৯, ২০২৫)